অনলাইন ইনকামের উপায় (Online income)
অনলাইন ইনকাম হলো এমন একটি ইনকাম যা খুব সহজেই ইনকাম করা যায়। এমনই একটি অনলাইন ইনকাম হল ব্লগ। ব্লগারে একবার পোস্ট লিখে সারা জীবন আয় করা সম্ভব। ব্লগারের ইনকাম হল Passive income যা আপনি ঘুমিয়ে থেকেও ইনকাম করতে পারবেন।
অনলাইন ইনকামের উৎস :- অনলাইনে ইনকাম বিভিন্নভাবে হতে পারে তবে অনলাইনে ইনকামের কিছু গুরুত্বপূর্ণ মাধ্যম হলো Youtube, Blogger, Facebook page, Quora.
টাকা পাওয়ার মাধ্যম :- YouTube অথবা Blogger এর মাধ্যমে টাকা উপার্জন করা হলেও এর একটা মাধ্যম রয়েছে যা হল Adsense Account. Adsense Account Approved হয়ে গেলে Adsense এর মাধ্যমে সরাসরি Bank Account এ টাকা তোলা যায়।
Adsense Account Approvel এর নিয়ম :- Adsense Account Approved করার জন্য আপনাকে ব্লগারে 15 থেকে 20 টা post লিখতে হবে এবং প্রত্যেকটি পোস্টে 1000 থেকে 1500 শব্দ থাকতে হবে।পোস্টগুলি Unique হতে হবে কমপক্ষে 80% কিংবা 100% Unique হলে খুব ভালো হয়। 1500 থেকে 2000 Traffic বা Visitors থাকতে হবে।
Payments কীভাবে পাওয়া যাবে? :- Adsense Account Approved হওয়ার পর 10💲ডলার ইনকাম হলে Google Adsense Team থেকে 6 Digit PIN পাঠানো হবে আপনার ঠিকানায়। সেই 6 Digit PIN Generation করার পর 100💲ডলার ইনকাম হয়ে গেলে সরাসরি Bank Account এ Rupee তে পরিনত হয়ে Account এ Payments মিলবে।