নারী শিক্ষার অধিকার
করিমুল ইসলাম
নারী পুরুষে গড়ে ওঠে সংসার,
কেন নারীদের নেই শিক্ষার অধিকার?
ঘরে - বাইরে কত নারী হয় লাঞ্ছিত!
তাদের কেন শিক্ষা থেকে করা হয় বঞ্চিত?
এই সমাজে নারীদেরও আছে স্থান,
কতদিন তাঁরা সহ্য করবে অপমান?
নারী হয়ে পুরুষের চাল - চলন বিপদ ঘটায়,
তাই নারীদের মর্যাদা রক্ষা পায় পর্দায়।
যারা বলে নারী - পুরুষের অধিকার সমান,
তারাই আবার ঘরের নারীদের দেয় না সন্মান।
নারী সত্ত্বা বজায় রাখতে মনুষ্যত্ব দরকার,
নারী শিক্ষা বৃদ্ধির জন্য ব্যবস্থা করেছে সরকার।
সমাপ্ত
No comments:
Post a Comment