TAJBAJ Bangla Blog: নারী শিক্ষার অধিকার

Thursday, October 28, 2021

নারী শিক্ষার অধিকার

  

নারী শিক্ষার অধিকার

              করিমুল ইসলাম




নারী পুরুষে গড়ে ওঠে সংসার, 

কেন নারীদের নেই শিক্ষার অধিকার? 

ঘরে - বাইরে কত নারী হয় লাঞ্ছিত! 

তাদের কেন শিক্ষা থেকে করা হয় বঞ্চিত? 


এই সমাজে নারীদেরও আছে স্থান, 

কতদিন তাঁরা সহ্য করবে অপমান? 

নারী হয়ে পুরুষের চাল - চলন বিপদ ঘটায়, 

তাই নারীদের মর্যাদা রক্ষা পায় পর্দায়। 


যারা বলে নারী - পুরুষের অধিকার সমান, 

তারাই আবার ঘরের নারীদের দেয় না সন্মান। 

নারী সত্ত্বা বজায় রাখতে মনুষ্যত্ব দরকার, 

নারী শিক্ষা বৃদ্ধির জন্য ব্যবস্থা করেছে সরকার। 



সমাপ্ত

No comments:

Post a Comment

Featured Post

কবিতা শিশুর দুই জীবন children day poem

  কবিতা - শিশুর দুই জীবন কবি - করিমুল ইসলাম আমি শিশু                    আমার মন অলিখিত সাদা কাগজের মতো,  আমি বাবা - মায়ের                  ...

Popular