কবিতা - শিশুর দুই জীবন
কবি - করিমুল ইসলাম
আমি শিশু
আমার মন অলিখিত সাদা কাগজের মতো,
আমি বাবা - মায়ের
কাছের সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয়।
আমি পবিত্র প্রাঞ্জল
প্রচুর আনন্দের উৎস,
আমি ভালোবাসি
মাতৃকোল এবং পিতৃ স্নেহ।
আমি ভোরের
শিশির ভেজা একটি সুন্দর গোলাপ,
আমার সাথে
কতজনই করতে চায় আলাপ।
আমি সুভাষ ছড়াই
মনে প্রাণে,
আমি হেসে ওঠি
কারণে অকারণে।
আমি সবুজ বাগানের
ছোট্ট একটি পুষ্পকড়ি ,
আমি পরিবারের
বাবা মায়ের সাজিয়ে রাখা ফুলের ঝুড়ি।
আমি ছোট্ট দুটো রুপোর দাঁত বের করে
আধো আধো করে বলি কথা,
আমার মনে প্রাণে
লুকিয়ে রয়েছে কত ব্যথা।
আমার খুব কষ্ট হয়
কারণ আমার বন্ধু ভালো নেই,
সেও বেড়ে উঠতে চেয়েছিল
তাকে মেরে ফেলেছো পরিস্ফুটিত হওয়ার আগেই।
সেও আমার মতো
চেয়েছিল স্বাধীনভাবে বাঁচতে,
তোমরা তাকে
বিক্রি করেছ পাষণ্ড চিত্তে।
সেও আমার মতো
চেয়েছিল সুস্থ সবল হতে,
তোমরা তাকে
দাওনি পুষ্টিকর খাদ্য খেতে।
সেও আমার মতো
চেয়েছিল পাঠশালা যেতে,
তোমরা তাকে
বন্দী করেছ হোটেলে।
সেও আমার মতো
চেয়েছিল পাহাড়ে সমুদ্রে ঘুরতে,
তোমরা তাকে
পাঠিয়েছ পাশের বাড়ির বাসন মাজতে।
তোমরা তার
হারিয়ে ফেলেছ পবিত্র সত্তাকে,
সে তোমাদের
ক্ষমা করবে না ভবিষ্যতে।
শিশু হল সমাজের
জাতির দেশের সেরা উপহার,
শিশুকে সুশিক্ষা
নিরাপত্তা দেওয়া দরকার পিতা-মাতার।
No comments:
Post a Comment