কবি ও কবিতা
করিমুল ইসলাম
কবিতা লেখে একজনা,
কবিতা পড়ে আর একজনা।
কেউ তো কবিকে তা শোনায় না?
কবির মনে কত বাসনা।
যে কবিতার অক্ষর গুলো সাজানো হয়নি,
সেই কবিতার কবির হদিস পাওয়া যায়নি।
যে কবিতা ছাপা হয়নি কোনো ছাপাখানা,পত্রিকায়,
সেই কবিতা ছাপা হয়নি কোনো বইয়ের পাতায়।
যদি কবিতার লেখা হয় সুমধুর,
তবে লেখা ভেসে যায় বহুদুর।
কবিতা ছাপা হয়েছে কবির মনে,
সেই কবিতার শেষ লাইনটি রয়েছে গোপনে।