করোনা ভাইরাস
করিমুল ইসলাম
সারা বিশ্বে ছড়িয়েছে, করোনা নামক ভাইরাসে,
এই বুঝি গেল প্রাণটা এক নিমেষে।
কলেরা, ডেঙ্গু, কালাজ্বর, তার থেকে অতি করোনা শক্তিধর,
নাখ, মুখ, ঢেকে রাখ মাস্কে ।।
দাঙ্গা নয়, বিদ্বেষ নয়, করোনার মোকাবিলায় করব জয়,
স্বাস্থ্যবিধি মেনে বারেবারে হাত ধোয়া চাই।
জ্বর, সর্দি - কাশি হয়, সমাধানটা ডাক্তারের কাছে রয়,
ডাক্তারের পরামর্শে মহামারি থেকে রক্ষা পাই।।
স্কুল, কলেজ, দোকান সব বন্ধ, বাতাসে বইছে আত্মঙ্কের গন্ধ,
বিশ্ব জুড়ে কারফিউ হয়েছে জারি।
পুলিশ, সেনাবাহিনী, নার্স, ডাক্তার, বিনামূল্যে পরিষেবা দিচ্ছে সরকার,
যমের মতো প্রাণ কেড়ে নিচ্ছে কত নর - নারী।।
তুমি কয়েকটা দিন ধৈর্য্য ধরে কোয়ারেন্টাইনে থেকো, কষ্ট হলেও নিজেকে ঘরে বন্দী করে রেখো,
কোভিশিল্ড অথবা কোভ্যাক্সিন টিকা করুন।
ভয়ে ভয়ে কাটছে দিন - রাত, করোনা ভাইরাস পেতেছে মরন ফাঁদ,
নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন।।
সমাপ্ত
No comments:
Post a Comment