কবিতা - কৃষক ঘরের সন্তান
কবি - করিমুল ইসলাম
আমরা কৃষক ঘরের সন্তান,
শস্য ক্ষেত আমাদের প্রাণ।
কৃষকরা অন্ন যোগায় ধনীদের তরে,
আমাদের সুখ কৃষকের ঘরে।
ফসল বিক্রি করে পাইনিকো দাম,
সমাজে আমাদের নাইকো সন্মান।
মূর্খ নয় কৃষকরা কৃষির মাষ্টার,
কৃষিকাজ তাদের পূর্বের অভিজ্ঞতার।
কৃষকরা সাড়াদিন মাঠে কাজ করে,
কঠিন কর্মে রৌদ্রে ঘাম ঝরে।
সন্ধ্যায় নিজ নিজ ঘরে ফিরে,
ক্ষুদার্ত পেটে শুয়ে পড়ে ক্লান্ত শরীরে।
সবুজ শস্য দেখে কৃষকের মুখে ফুটে হাসি,
কষ্ট করে তবুও তারা থাকে বড়ো খুশি।
মিলেমিশে একসাথে কাজ করে,
তারা হিংসা কভু নাই করে।
সমাপ্ত
No comments:
Post a Comment