কবিতা - ঘুম ভাঙানো পাখি
কবি - করিমুল ইসলাম
প্রতিদিন ঘুম ভেঙে তোমার ডাকে,
প্রতিদিন তোমায় দেখি সবার আগে।
তোমার ডাকে রবি হাসে,
রাত্রি কেটে ভোর আসে।
আমার ঘুম ভেঙে তোমার ডাকে,
তোমার ঘুম ভেঙে কার ডাকে ?
সাড়া রাত তুমি থাক নিরবে,
প্রতিদিন তোমার ডাক হৃদয় জাগে।
প্রতিদিন ঘুম ভেঙে তোমার ডাকে,
প্রতিদিন তোমায় দেখি সবার আগে।
তুমি ঘুম ভাঙানো পাখি,
আমি তোমার ডাক শুনে খুলি আঁখি।