TAJBAJ Bangla Blog: 09/04/22

Sunday, September 4, 2022

Teacher's day speech in bengali

 

শিক্ষক দিবসের সেরা বক্তব্য

              লেখক - করিমুল ইসলাম

শিক্ষক দিবস নামটা শুনলেই আমার চোখের সামনে যার ছবি সবার আগে ভেসে ওঠে তিনি হলেন আমার মা। যার কোলে বসে আমি এই ধরণীকে চিনেছি। মায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর গোটা জীবনভর যাদের কাছ থেকে শিখেছি এবং শিখে চলেছি প্রত্যেককে আমার অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। 



 " A Good Teacher is like a candle it consumes it self to light the way for other ". অর্থাৎ একজন ভালো শিক্ষক হল একটি মোমবাতির মতো যা অন্যের জন্য পথ আলোকিত করার জন্য নিজে নিজে গ্রাস করে।

 শিক্ষকের আসল পরিচয় তার ছাত্র-ছাত্রীরা ছাত্রছাত্রীরা। তাদের সাফল্য ও কৃতিত্বের মাধ্যমে নিজের শিক্ষকের সুনাম বৃদ্ধি করে। প্রত্যেক মানুষের জন্মধাত্রী হলেন মা এবং জীবন দান করেন তাঁর শিক্ষক। শিক্ষক যে শুধুমাত্র পড়াশোনা ক্ষেত্রেই হতে হবে এমন তা নয়। যাদের কাছ থেকে আমরা শিখি তাঁরাই আমাদের শিক্ষক। মানব সন্তানকে শিক্ষিত করে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে বলেই শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা তৈরি করেন ডাক্তার, শিক্ষক ,খেলোয়াড় ও ইঞ্জিনিয়ার তাই শিক্ষককে বলা হয় সমাজের মেরুদন্ড। বাবা মা যেমন শিশুকে জন্ম দান করে, লালন - পালন করে, তেমনি শিক্ষক তার সকল মেধা, শ্রম ও সাধনা দিয়ে তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলেন। 
একজন শিক্ষক জীবনে চলার পথে পরামর্শ দিবেন, ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। 

বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন হলেন সক্রেটিস। তিনি না থাকলে একজন প্লেটো তৈরি হত না ; আবার প্লেটো না থাকলে একজন অ্যারিস্টটল তৈরি হতেন না ; অ্যারিস্টটল না থাকলে হয়তো একজন আলেকজান্ডার তৈরি হতেন না। কেননা সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো ; প্লেটো এর ছাত্র ছিলেন অ্যারিস্টটল আর অ্যারিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার। 

"A life of joy and happiness is possible only on the basis of knowledge and science". অর্থাৎ জ্ঞান ও বিজ্ঞানের ভিত্তিতেই আনন্দ ও সুখের জীবন সম্ভব। 

বিশ্বে শিক্ষক দিবস ৫ ই অক্টোবর হলেও ভারতবর্ষে ৫ ই সেপ্টেম্বর পালন করা হয়। আজকের এই দিনটিকে শিক্ষক দিবস রূপে বেছে নেওয়ার একটা তাৎপর্য আছে। এই দিনে আমাদের দেশে এক মহান ও আদর্শ শিক্ষক জন্মগ্রহণ করেছিলেন। তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন - " জন্মদিনের পরিবর্তে ৫ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় হবে । " সেইখান থেকে অর্থাৎ ১৯৬২ সাল থেকে এখন পর্যন্ত ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 

একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ । তিনি ৫ ই সেপ্টেম্বর ১৮৮৮ সালে ঠিরুত্তানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৭ ই এপ্রিল ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন। তিনি স্বাধীন ভারতে প্রথম উপরাষ্ট্রপতি ১৯৫২ -১৯৬২ সাল এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ১৯৬২ - ১৯৬৭ সাল পর্যন্ত ছিলেন। ভারত সরকার ১৯৫৪ সালে তাকে দেশের সর্বোচ্চ সম্মান " ভারতরত্ন " দিয়ে সম্মানিত করে। 

একে ধারে তিনি ছিলেন রাজনীতিবিদ দার্শনিক ও অধ্যাপক  এবং ছাত্র জীবনে অতি মেধাবী। ১৯০৫ সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শন স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল 'বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব কল্পনা'। বিশ্বের কাছে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসাবেও পরিচিত ছিলেন। ১৯৩১ সালে তাকে ব্রিটিশ নাইটহুডে এর সম্মানিত করা হয়। 

প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয় অধ্যাপন করেন ১৯১৮ সালে। তার প্রথম গ্রন্থ - " The Philosophy of Rabindranath Tagore ".
 
তিনি বলেন - " আপনার প্রতিবেশীকে ভালবাসেন, কারণ আপনি নিজেই আপনার প্রতিবেশী। আপনার প্রতিবেশী অন্য কেউ এটা একটা ভ্রম।"
তাই আজকের এই দিনটিকে স্মরণ করে প্রত্যেক শিক্ষকের প্রতি ৩৬৫ দিন ভালোবাসা ,স্নেহ অটুট থাকুক । এখানে আমার বক্তব্যকে ইতি করলাম। 

" The Best Teachers' teach from the HEART, 
Not from the Book. "
অর্থাৎ সেরা শিক্ষকরা মন থেকে শিক্ষা দেন, বই থেকে নয়। 

HAPPY TEACHERS' DAY

শুভ শিক্ষক দিবস




Featured Post

কবিতা শিশুর দুই জীবন children day poem

  কবিতা - শিশুর দুই জীবন কবি - করিমুল ইসলাম আমি শিশু                    আমার মন অলিখিত সাদা কাগজের মতো,  আমি বাবা - মায়ের                  ...

Popular