TAJBAJ Bangla Blog: 10/19/21

Tuesday, October 19, 2021

মায়ানমার

   কবিতা - মায়ানমার

  কবি - করিমুল ইসলাম






হায় মায়ানমার ! 

অপরিচিত ছিল মানবরূপ তোমার। 

তোমার  ক্রন্দনে কেঁপে উঠল জগৎ , 

বিশ্বে তোমার ইতিহাস হল মহৎ।। 


এই বুঝি এল বোমা আর ছুড়ি হাতে নিয়ে , 

শক্তি যাদের তীব্র সিংহের চেয়ে। 

চিরতরে রেখে গেল তোমার অপমানিত ইতিহাসে , 

অমর হয়ে রইল এই ইতিহাস সাড়া বিশ্বে।। 


কচি সন্তানের অত্যাচারে , 

মা কেমনে সহ্য করে ? 

কে আছে মায়ানমারে বীর সন্তান ? 

ইতিহাস একদিন দেবে তাঁর স্থান।। 



সমাপ্ত

Featured Post

কবিতা শিশুর দুই জীবন children day poem

  কবিতা - শিশুর দুই জীবন কবি - করিমুল ইসলাম আমি শিশু                    আমার মন অলিখিত সাদা কাগজের মতো,  আমি বাবা - মায়ের                  ...

Popular