কবিতা - মায়ানমার
কবি - করিমুল ইসলাম
হায় মায়ানমার !
অপরিচিত ছিল মানবরূপ তোমার।
তোমার ক্রন্দনে কেঁপে উঠল জগৎ ,
বিশ্বে তোমার ইতিহাস হল মহৎ।।
এই বুঝি এল বোমা আর ছুড়ি হাতে নিয়ে ,
শক্তি যাদের তীব্র সিংহের চেয়ে।
চিরতরে রেখে গেল তোমার অপমানিত ইতিহাসে ,
অমর হয়ে রইল এই ইতিহাস সাড়া বিশ্বে।।
কচি সন্তানের অত্যাচারে ,
মা কেমনে সহ্য করে ?
কে আছে মায়ানমারে বীর সন্তান ?
ইতিহাস একদিন দেবে তাঁর স্থান।।
সমাপ্ত