TAJBAJ Bangla Blog: September 2022

Wednesday, September 28, 2022

PM Kisan Beneficiary Status


PM Kisan Beneficiary Status

এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার কর্তৃক সংগঠিত। এই প্রকল্পটি ২০১৮ সালে প্রধানমন্ত্রী শুরু করেছিলেন। যার মূল উদ্দেশ্য ছিল দরিদ্র কৃষকদের সুবিধা প্রদান করা। মূলত এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা  পাবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছরে ২০০০ টাকা ৩ কিস্তিতে মোট ৬০০০ টাকা কৃষকদের সরাসরি Bank Account এ দেওয়া হয়। এই টাকা দিয়ে কৃষকরা ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় সার, বীজ ইত্যাদি কিনতে পারবেন। 


প্রধানমন্ত্রী কিষাণ স্ট্যাটাস চেক Mobile Number অথবা Registration number :-

আসুন আমরা আপনাকে জানাই যে, মোবাইল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর দ্বারা PM কিষাণ স্ট্যাটাস চেক করার জন্য, আপনাকে কিছু ধাপে ধাপে অনলাইন প্রক্রিয়া গ্রহণ করতে হবে, যার সম্পূর্ণ ধাপে ধাপে তথ্য আমরা এই নিবন্ধে আপনাকে সরবরাহ করব, যাতে আপনি সবাই সহজেই আপনার নিজের সুবিধাভোগী অবস্থা পরীক্ষা করুন। এটি পরীক্ষা করে দেখুন এবং এটির সুবিধা নিন।

শুধুমাত্র আপনার মোবাইল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে PM কিষাণ যোজনার অধীনে যেকোন কিস্তির সুবিধাভোগী স্থিতি পরীক্ষা করতে, আপনাকে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে, যা নিম্নরূপ -

মোবাইল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর দ্বারা PM কিষাণ স্ট্যাটাস চেক করতে, প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে, যা এইরকম হবে –website link :- pmkisan.gov.in  



হোম পেজে আসার পরে, আপনি প্রাক্তন কর্নারের অংশটি পাবেন, যেখানে আপনি Beneficiary Status বিকল্পটি পাবেন, সেখানে আপনাকে ক্লিক করতে হবে,
ক্লিক করার পর এর স্ট্যাটাস পেজ আপনার সামনে খুলে যাবে ।
যেখানে আপনি এরকম কিছু অপশন পাবেন




এরপর আপনাকে  Three dots click করে Translate... অপশনে ক্লিক করে বাংলা ভাষার করতে হবে। 
 এখানে আপনাকে মোবাইল নম্বরের অথবা রেজিস্ট্রেশন নম্বর অপশনে ক্লিক করতে হবে,
এর পরে আপনাকে আপনার মোবাইল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে । তারপর Image text লিখতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে । তারপর আপনাকে আপনার Beneficiary Status দেখানো হবে যা এরকম হবে –




অবশেষে, এইভাবে, উপরের সমস্ত পদক্ষেপগুলি অনুসরণ করে, আপনি আপনার অর্থপ্রদানের স্থিতি পরীক্ষা করতে পারেন এবং এর সুবিধাগুলি পেতে পারেন।
উপরের সমস্ত পদক্ষেপগুলি অনুসরণ করার পরে, আপনি সকলেই সহজেই আপনার সুবিধাভোগীর অবস্থা পরীক্ষা করতে এবং এর সুবিধাগুলি পেতে পারেন।



পরিশেষে, আমরা আশা করি আপনারা সকল কৃষক ভাই ও বোনেরা অবশ্যই আমাদের এই পোস্টটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।

বিস্তারিত জানতে চাইলে এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন ।👇








 


Thursday, September 22, 2022

How to Earn Money Online for Students?


How to Earn Money Online for Students?

Without Investment for Students :- Blogger site is an easy way for students to earn money online without investment. Many of us want to earn more with less effort. It is possible to earn online. Online income is an income that can be earned very easily. One such online income is blogger. It is possible to earn lifetime by writing one post on blogger. Blogger income is passive income which you can earn while sleeping. Passive income is more beneficial than active income.


Source of online income :- Online income can be done in different ways, but some important means of online income are Youtube, Blogger, Facebook page, Quora, affiliate marketing, online business.

     According to me the most money can be earned through blogger. Blogger is the best site. 

How to get money? :- Even if you earn money through YouTube or Blogger, there is a medium which is Adsense Account. Once the Adsense account is approved, money can be withdrawn directly to the bank account through Adsense.


Rules of Adsense Account Approval :- To get Adsense Account Approved, you have to write 15 to 20 posts on blogger and each post should have 1000 to 1500 words. Posts should be Unique, at least 80% or 100% Unique is very good. There should be 1500 to 2000 Traffic or Visitors.


How can payments be received? :- After getting Adsense Account Approved, 6 Digit PIN will be sent to your address from Google Adsense Team if you earn 10💲 dollars. After generating that 6 Digit PIN, if the income is 100💲 dollars, the payments will be directly converted into rupees in the bank account.


       " If you work, you will get results"



Wednesday, September 21, 2022

অনলাইন ইনকামের উপায় (Online income)

 

অনলাইন ইনকামের উপায় (Online income) 



অনলাইন ইনকাম হলো এমন একটি ইনকাম যা খুব সহজেই ইনকাম করা যায়। এমনই একটি অনলাইন ইনকাম হল ব্লগ। ব্লগারে একবার পোস্ট লিখে সারা জীবন আয় করা সম্ভব। ব্লগারের ইনকাম হল Passive income যা আপনি ঘুমিয়ে থেকেও ইনকাম করতে পারবেন। 

 


অনলাইন ইনকামের উৎস :- অনলাইনে ইনকাম বিভিন্নভাবে হতে পারে তবে অনলাইনে ইনকামের কিছু গুরুত্বপূর্ণ মাধ্যম হলো Youtube, Blogger, Facebook page, Quora. 


টাকা পাওয়ার মাধ্যম :- YouTube অথবা Blogger এর মাধ্যমে  টাকা উপার্জন করা হলেও এর একটা মাধ্যম রয়েছে যা হল Adsense Account. Adsense Account Approved হয়ে গেলে Adsense  এর মাধ্যমে সরাসরি Bank Account এ টাকা তোলা যায়। 


Adsense Account Approvel এর নিয়ম :- Adsense Account Approved করার জন্য আপনাকে ব্লগারে 15 থেকে 20 টা post লিখতে হবে এবং প্রত্যেকটি পোস্টে 1000 থেকে 1500 শব্দ থাকতে হবে।পোস্টগুলি Unique হতে হবে কমপক্ষে 80% কিংবা 100% Unique হলে খুব ভালো হয়। 1500 থেকে 2000 Traffic বা Visitors থাকতে হবে।


Payments কীভাবে পাওয়া যাবে? :- Adsense Account Approved হওয়ার পর 10💲ডলার ইনকাম হলে Google Adsense Team থেকে 6 Digit PIN পাঠানো হবে আপনার ঠিকানায়। সেই 6 Digit PIN Generation করার পর 100💲ডলার ইনকাম হয়ে গেলে সরাসরি Bank Account এ Rupee তে পরিনত হয়ে Account এ Payments মিলবে। 



Wednesday, September 14, 2022

হঠাৎ বন্যায় অসহায় সিলেট

হঠাৎ বন্যায় অসহায় সিলেট
                 লেখক - করিমুল ইসলাম

১১ই মে ২০২২ সালে আসাম ও অরুনাচল প্রদেশে অধিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে সুরমা নদী, কুশিয়ারা নদী ও অন্যান্য নদ - নদীর পানি বৃদ্ধি পেয়ে বাংলাদেশের জনপ্রিয় শহর সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। 

বন্যার অবস্থান :- সিলেটের ৬ টি উপজেলা, সুনামগঞ্জের ৬ টি উপজেলা ও নেত্রকোনা জেলায় বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ নেয়। 


বন্যার কারণ :- যেহেতু মেঘালয় বৃষ্টি বহুল অঞ্চল এবং ভারী বর্ষণ ও পাহাড়ি ঢাল চলমান থাকে ফলে বন্যার পানি প্রবেশ করেছে বাংলাদেশের সিলেটে। কয়েকদিন ধরে একটানা বৃষ্টিপাত হচ্ছে সিলেটে। প্রবাহিত সুরমা নদী, সারি নদী, লুভা নদী, ধুলাই নদী, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পায়। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। যেহেতু এই নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়াতে ঠিকমতো পানি প্রবাহিত হচ্ছে না আর এই কারণেই সিলেটে বন্যা হয়।। 

ক্ষয়ক্ষতি :- সিলেট জেলায় কৃষিকাজের উপযুক্ত জমিগুলো পানিতে তলিয়ে যায়। ঘরবাড়ি ভেসে যায়, মানুষ, গরু - ছাগল চোখের পলকে ভেসে যায়, লাশের পর লাশ ভেসে যায়, কে সাহায্য করবে তাদের ? সিলেট পানি উন্নয়ন বোর্ড নিজেই পানির নীচে, তাহলে কিভাবে উন্নয়ন করবে পানি উন্নয়ন বোর্ড।।

বর্তমান অবস্থা :- চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। বর্তমানে ৫০ টাকার নৌকা ভাড়া ৫০০০ টাকা, ৫ টাকার মোমবাতি ১০০ টাকা। খাওয়ার রান্না করার মত জায়গা নেই। বাইরে থেকে সাহায্য করলেও কিভাবে এত জনের মুখে খাবার তুলে দিবে। কিভাবে সিলেটবাসী ত্রাণ পাবে ? 

এটা যেন একটা জলজ্যান্ত মৃত্যুর হাহাকার। 

" সিলেটে বর্ষাকালে ডুবছে জনবসতি,
গ্রীষ্মকালে পানি শুকিয়ে হয় মরা কাঙ্গী।"

সিলেটে বর্ষাকালে এত পরিমাণে বন্যা হয় যার ফলে জনবসতি ডুবছে। কিন্তু গ্রীষ্মকালে আবার পানি শুকিয়ে পরিণত হয় মরা কাঙ্গী, মাটি পর্যন্ত ফেটে যায়। সুরমা নদীতে হেঁটে পার হওয়া যায়।

নিয়ন্ত্রণ :- যদি সুরমা নদী ঠিকমতো খনন করা হত আর দুই পাশে বাঁধ দেওয়া হত তাহলে হয়তো বা এতটা ভয়াবহের সম্মুখীন হতে হত না সিলেটবাসীদের।


সমাপ্ত 

Sunday, September 4, 2022

Teacher's day speech in bengali

 

শিক্ষক দিবসের সেরা বক্তব্য

              লেখক - করিমুল ইসলাম

শিক্ষক দিবস নামটা শুনলেই আমার চোখের সামনে যার ছবি সবার আগে ভেসে ওঠে তিনি হলেন আমার মা। যার কোলে বসে আমি এই ধরণীকে চিনেছি। মায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর গোটা জীবনভর যাদের কাছ থেকে শিখেছি এবং শিখে চলেছি প্রত্যেককে আমার অন্তর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। 



 " A Good Teacher is like a candle it consumes it self to light the way for other ". অর্থাৎ একজন ভালো শিক্ষক হল একটি মোমবাতির মতো যা অন্যের জন্য পথ আলোকিত করার জন্য নিজে নিজে গ্রাস করে।

 শিক্ষকের আসল পরিচয় তার ছাত্র-ছাত্রীরা ছাত্রছাত্রীরা। তাদের সাফল্য ও কৃতিত্বের মাধ্যমে নিজের শিক্ষকের সুনাম বৃদ্ধি করে। প্রত্যেক মানুষের জন্মধাত্রী হলেন মা এবং জীবন দান করেন তাঁর শিক্ষক। শিক্ষক যে শুধুমাত্র পড়াশোনা ক্ষেত্রেই হতে হবে এমন তা নয়। যাদের কাছ থেকে আমরা শিখি তাঁরাই আমাদের শিক্ষক। মানব সন্তানকে শিক্ষিত করে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে বলেই শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা তৈরি করেন ডাক্তার, শিক্ষক ,খেলোয়াড় ও ইঞ্জিনিয়ার তাই শিক্ষককে বলা হয় সমাজের মেরুদন্ড। বাবা মা যেমন শিশুকে জন্ম দান করে, লালন - পালন করে, তেমনি শিক্ষক তার সকল মেধা, শ্রম ও সাধনা দিয়ে তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলেন। 
একজন শিক্ষক জীবনে চলার পথে পরামর্শ দিবেন, ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। 

বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন হলেন সক্রেটিস। তিনি না থাকলে একজন প্লেটো তৈরি হত না ; আবার প্লেটো না থাকলে একজন অ্যারিস্টটল তৈরি হতেন না ; অ্যারিস্টটল না থাকলে হয়তো একজন আলেকজান্ডার তৈরি হতেন না। কেননা সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো ; প্লেটো এর ছাত্র ছিলেন অ্যারিস্টটল আর অ্যারিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার। 

"A life of joy and happiness is possible only on the basis of knowledge and science". অর্থাৎ জ্ঞান ও বিজ্ঞানের ভিত্তিতেই আনন্দ ও সুখের জীবন সম্ভব। 

বিশ্বে শিক্ষক দিবস ৫ ই অক্টোবর হলেও ভারতবর্ষে ৫ ই সেপ্টেম্বর পালন করা হয়। আজকের এই দিনটিকে শিক্ষক দিবস রূপে বেছে নেওয়ার একটা তাৎপর্য আছে। এই দিনে আমাদের দেশে এক মহান ও আদর্শ শিক্ষক জন্মগ্রহণ করেছিলেন। তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন - " জন্মদিনের পরিবর্তে ৫ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় হবে । " সেইখান থেকে অর্থাৎ ১৯৬২ সাল থেকে এখন পর্যন্ত ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 

একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ । তিনি ৫ ই সেপ্টেম্বর ১৮৮৮ সালে ঠিরুত্তানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৭ ই এপ্রিল ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন। তিনি স্বাধীন ভারতে প্রথম উপরাষ্ট্রপতি ১৯৫২ -১৯৬২ সাল এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ১৯৬২ - ১৯৬৭ সাল পর্যন্ত ছিলেন। ভারত সরকার ১৯৫৪ সালে তাকে দেশের সর্বোচ্চ সম্মান " ভারতরত্ন " দিয়ে সম্মানিত করে। 

একে ধারে তিনি ছিলেন রাজনীতিবিদ দার্শনিক ও অধ্যাপক  এবং ছাত্র জীবনে অতি মেধাবী। ১৯০৫ সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শন স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল 'বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব কল্পনা'। বিশ্বের কাছে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসাবেও পরিচিত ছিলেন। ১৯৩১ সালে তাকে ব্রিটিশ নাইটহুডে এর সম্মানিত করা হয়। 

প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয় অধ্যাপন করেন ১৯১৮ সালে। তার প্রথম গ্রন্থ - " The Philosophy of Rabindranath Tagore ".
 
তিনি বলেন - " আপনার প্রতিবেশীকে ভালবাসেন, কারণ আপনি নিজেই আপনার প্রতিবেশী। আপনার প্রতিবেশী অন্য কেউ এটা একটা ভ্রম।"
তাই আজকের এই দিনটিকে স্মরণ করে প্রত্যেক শিক্ষকের প্রতি ৩৬৫ দিন ভালোবাসা ,স্নেহ অটুট থাকুক । এখানে আমার বক্তব্যকে ইতি করলাম। 

" The Best Teachers' teach from the HEART, 
Not from the Book. "
অর্থাৎ সেরা শিক্ষকরা মন থেকে শিক্ষা দেন, বই থেকে নয়। 

HAPPY TEACHERS' DAY

শুভ শিক্ষক দিবস




Featured Post

কবিতা শিশুর দুই জীবন children day poem

  কবিতা - শিশুর দুই জীবন কবি - করিমুল ইসলাম আমি শিশু                    আমার মন অলিখিত সাদা কাগজের মতো,  আমি বাবা - মায়ের                  ...

Popular