কবিতা - তুই এমন হবি?
কবি - গুলসাদ আলম
ধরা ছোঁয়ার বাইরে থেকেও,
কল্পনাতে ধরা দিবি?
সারা রাতের নিঘুম চোখে ,
ঘুম জড়ানো আবেগ হবি?
থাকবরে তোর চেতন জুড়ে,
গল্প বলার ধরণ হবি?
খুঁজতে গেলে মনের অতলে,
হয়তো প্রেমের মানিক পাবি।
রন্ধ্রে রন্ধ্রে কাঁপন তুলে ,
গন্ধতে তোর মাতাল হব ।
তোর হৃদয়েও লহর তুলে,
চোখের কোনের কাজল হব।
শিল্পী মনের ক্যানভাসেতে,
রং তুলির ঐ আঁচড় হবি ?
ইচ্ছে মতন হরেক রঙে,
পেলব শরীর রাঙিয়ে দিবি।
হর বোলদের বোল ফোটাবি ,
সাঁঝের শাঁখ আর পিদিম হবি ?
রাত প্রহরে জোনাক হয়ে ,
আমার মনে রাত কাটাবী।
আমার সকল প্রার্থনাদের,
তুইই শুধু কারণ হবি?
শেষে পাড়ি দেওয়ার কালে,
তুই কি হাজার বারন হবি?
( সম্পাদনায় - করিমুল ইসলাম )
সমাপ্ত