TAJBAJ Bangla Blog: 2021

Wednesday, December 8, 2021

Covid- 19 stories


কোভিড - ১৯
                    
                        করিমুল ইসলাম






বেশ কয়েক দিন কেটে গেল। গ্রাম ছেড়ে শহরে এসেছে মুশারফ হুসেন সঙ্গে তাঁর স্ত্রী ও দুই সন্তান। কিছু দিন কাজ করে তাদের সংসার বেশ ভালোই চলছিল। হঠাৎ বিশ্ব জুড়ে লকডাউন। 
     
        পরের দিন সকালে মুশারফ হুসেন কাজের সন্ধানে বের হয় কিন্তু কোনো কাজ পেল না। পাবেই বা কি করে চারিদিকে তো চলছে লকডাউন ? বন্ধ হয়ে গেছে কল - কারখানা, দোকান। চলছে জনতা কারফিউ। বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। সে কোনো কাজ না পাওয়ায় খালি হাতে বাড়িতে ফিরে আসে।
তাঁর স্ত্রী জিজ্ঞাসা করে ---
  --- কী গো খালি হাতে ফিরলে যে ? 
সে উত্তরে বলল ---
  ' বিশ্ব জুড়ে চলছে লকডাউন ' তাই কোন কাজ পেলাম না। 
সেই দিন তাদের অনাহারে কেটে গেল।

        আবার যখন সে কাজের সন্ধানে বের হল। সেই দিনও কোনো কাজ না পাওয়ায় ভীষণ চিন্তিত হয়। সামনে এক লঙ্গরখানা দেখতে পায়। সেখানে এত লোকের ভির। সে ভিরের মধ্যে অসুস্থবোধ করল। লঙ্গরখানার সামনে যেতেই সব ফুরিয়ে শেষ। শেষমেশ  শূন্য হস্তে ফিরে এলেন। আসার পথে একটি রেশন দোকান দেখতে পেলেন। 
সে দোকানদারকে বলল ---
 --- দাদা আমাকে একটুখানি রেশন দেন। আমার দুই সন্তান অনাহারে আছে। কিন্তু কে বা তার কথা শুনে? 
রেশন দোকানদার বলল ---
রেশন কার্ড আছে? 
সে বলল --- 
না। 
 রেশন দোকানদার বলল ---
 --- কার্ড নেই তো রেশন নেই।

      হঠাৎ তার ছোট ছেলে হামিদের ক্ষুধা আর স্যহ হল না। 
এক সরকারি হাসপাতালে তাঁর ঔষধ নিতে গেলে। সেখানে দেখতে পাওয়া যায় '' মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ এবং দুরত্ব বজায় রাখুন ''। কিন্তু তার কাছে মাস্ক না থাকায় পাশে থাকা ব্যক্তি তাকে মাস্ক দিয়ে সাহায্য করে। সেই মাস্ক নিয়ে ঔষধ নিল। সে মাস্কটিকে  সূক্ষ্ম নজরে দেখল আর মনে মনে ভাবতে লাগল।
এই রকম মাস্ক তৈরি করে বাজারে বিক্রি করলে বেশ রোজকার হবে। আমাদের সংসার নিঃসন্দেহে চলবে। সে বাড়িতে এসে দেখে সবাই নিস্তেজ হয়ে আছে। হামিদের মা মনে করে। 
" সুখের বন্ধু সবাই রে ভাই, 
  দুখের বন্ধু কেউ নাই "। 

সে হামিদের মাকে বলল ---
--- আর আমাদের চিন্তা করতে হবে না। এই যে আমি একটা মাস্ক এনেছি। এই রকম মাস্ক তৈরি করে বাজারে বিক্রি করলে আর আমাদের অভাব নেই। 
হামিদের মা মাস্ক টা দেখে বলল ---
--- সত্যি তো এবার একটা রোজকার করার উপায় পেয়ে গেলাম। আমাদের আর দুশ্চিন্তার কারণ নেই।
  
      তারপর থেকে তাঁর স্ত্রীর বাড়িতে মাস্ক তৈরি করতে লাগল এবং সে বাজারে সেই মাস্ক বিক্রি করতে লাগল। যেহেতু বাজরে মাস্ক এর চাহিদা অনেক, সেই কারণে তার মাস্ক সহজেই বিক্রি হত। এই মাস্ক গুলো বাজারে চাহিদা পূরণ করত, সমাজের উপকার হত, লোকজন ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেত। 
    
    এই সমস্ত কিছু অভাব, কষ্ট, জনতা কারফিউ, লকডাউন হচ্ছে  " COVID - 19  অর্থাৎ করোনা ভাইরাস " এর কারণে। একটি ভাইরাস সাড়া বিশ্বটাকে একেবারে থমকে দিয়েছে। শুধু ভারতে নয় পৃথিবীর প্রায় সমস্ত দেশে কমবেশি আক্রমণ করেছে। যদিও ভাইরাসটি প্রথম চীন দেশে দেখা দেয়। এই ভাইরাসটি একবার যাকে আক্রমণ করবে তার বাঁচার উপায় নেই। একজনের আক্রান্ত দেখা দিলে তাকে ১৪ দিন  " Quarantine " এ রাখা হয়। 

    " Covid -19 " এর হাত থেকে বাঁচতে চাইলে নিজেকে সচেতন রাখতে হবে, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, মাস্ক লাগাতে হবে, ঘরের বাইরে যাওয়া যাবে না।





Wednesday, November 17, 2021

কবি ও কবিতা


 কবি ও কবিতা
                                  
                                       করিমুল ইসলাম


 
কবিতা লেখে একজনা, 
কবিতা পড়ে আর একজনা। 
কেউ তো কবিকে তা শোনায় না? 
কবির মনে কত বাসনা। 

যে কবিতার অক্ষর গুলো সাজানো হয়নি, 
সেই কবিতার কবির হদিস পাওয়া যায়নি। 
 যে কবিতা ছাপা হয়নি কোনো ছাপাখানা,পত্রিকায়, 
সেই কবিতা ছাপা হয়নি কোনো বইয়ের পাতায়।

যদি কবিতার লেখা হয় সুমধুর, 
তবে লেখা ভেসে যায় বহুদুর। 
 কবিতা ছাপা হয়েছে কবির মনে, 
সেই কবিতার শেষ লাইনটি রয়েছে গোপনে। 


Thursday, November 11, 2021

কে অপরাধী

 কে অপরাধী ? 

                                 করিমুল ইসলাম





  একদিন রাহুল তাঁর বাবার দামি মোবাইলটি ভেঙে ফেলে। তাকে জিজ্ঞাসা করা হয় -

কেন মোবাইলটি ভাঙলে ?

উত্তরে সে বলে - 

আমি অপরাধী ! 

কিন্তু কেন ?

  

      আমি যখন খেতে চাইনি  তখন কেউ তো আমাকে আদর করে খাওয়ায়নি ?  আমাকে মোবাইল দিয়েছে আর আমিও ভুলে গেয়েছি। যখন আমার খেলতে ইচ্ছে হয়েছে তখন কেউতো আমার সাথে খেলা করে না ? আমাকে মোবাইলে খেলতে শিখিয়েছে। আমি ঘুমাতে না চাইলে কেউ তো আমাকে গল্প শুনিয়ে ঘুমায়নি ? আমাকে মোবাইল দিয়ে ঘুমিয়েছে। আমি রাগ করলে কেউ তো আমাকে ভালোবেসে রাগ ভাঙায়নি বরং মোবাইল দিয়ে রাগ ভাঙিয়েছে।

আমি কিছু জানতে চাইলে -

মা বলেন -

 তোমার বাবাকে জিজ্ঞাসা করো ?

 বাবার কাছে জানতে চাইলে - 

বাবা বলেন - 

 এখন সময় নেই আমি ব্যস্ত আছি।

বাবা কাজের মধ্যে ব্যস্ত থাকলেও মায়ের কাছে তো সময় থাকে। কিন্তু মা তো আমাকে সময় দেয় না।

     রাহুলের কথা সকলের দৃষ্টি কেড়ে নিয়েছে। তার বাবা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ ৬ বছর বয়সের শিশুটি শিখিয়ে দিল । একজন সন্তানের প্রতি বাবা - মায়ের কতখানি ভূমিকা পালন করে। 


      বর্তমানে শিশুদের মোবাইল আকৃষ্ট করেছে। মোবাইল ছাড়া শিশুরা কিছু বোঝেনা। এর কারণ জন্মের পর থেকে শিশুদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়। 

     শিশুদের হাতে মোবাইল না দিয়ে খেলনা তুলে দাও। তাদেরকে সময় দাও। তাঁর প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাও। এর ফলে তার জ্ঞানের সঞ্চারণ ঘটে। 

শিশুরা হল ফলের বীজ স্বরূপ। যেমন বীজ নষ্ট হলে গাছ জন্মায় না। তেমন শিশুরা হল দেশের ভবিষ্যতের বীজ। আমাদের এই বীজকে পোকামাকড় থেকে রক্ষা করতে হবে। 

  

" শিশুর কাছ থেকে মোবাইল নিয়ে নাও , 

   তাকে সুন্দর ভবিষ্যৎ গড়তে দাও "। 


 

Saturday, October 30, 2021

Plant trees and save lives

 

   PLANT TREES AND SAVE LIVES
       KARIMUL ISLAM
 



The leaves of the trees are dry, 

 So the trees are carry. 

  Trees give us oxygen free, 

 So we planted the tree. 


The trees intimate lives with rain,

All around is filled with green. 

Trees need air, sunlight and water,  

Everyone needs to take care of her. 


 Trees save our lives, 

We need to stop cutting down trees. 

Plant trees, 

And save lives. 



Thursday, October 28, 2021

নারী শিক্ষার অধিকার

  

নারী শিক্ষার অধিকার

              করিমুল ইসলাম




নারী পুরুষে গড়ে ওঠে সংসার, 

কেন নারীদের নেই শিক্ষার অধিকার? 

ঘরে - বাইরে কত নারী হয় লাঞ্ছিত! 

তাদের কেন শিক্ষা থেকে করা হয় বঞ্চিত? 


এই সমাজে নারীদেরও আছে স্থান, 

কতদিন তাঁরা সহ্য করবে অপমান? 

নারী হয়ে পুরুষের চাল - চলন বিপদ ঘটায়, 

তাই নারীদের মর্যাদা রক্ষা পায় পর্দায়। 


যারা বলে নারী - পুরুষের অধিকার সমান, 

তারাই আবার ঘরের নারীদের দেয় না সন্মান। 

নারী সত্ত্বা বজায় রাখতে মনুষ্যত্ব দরকার, 

নারী শিক্ষা বৃদ্ধির জন্য ব্যবস্থা করেছে সরকার। 



সমাপ্ত

Sunday, October 24, 2021

উক্তি

               
   



নদী যেই মতো আপন গতিবেগে বয়ে যায়,

ঠিক সেই মতো তুমি আপন মনে কাজ করো একদিন সফলতা পাবে।


  

                              করিমুল ইসলাম

Friday, October 22, 2021

কবিতা কৃষক ঘরের সন্তান


কবিতা - কৃষক ঘরের সন্তান 

                  কবি - করিমুল ইসলাম




আমরা কৃষক ঘরের সন্তান, 

শস্য ক্ষেত আমাদের প্রাণ।

 কৃষকরা অন্ন যোগায় ধনীদের তরে, 

আমাদের সুখ কৃষকের ঘরে। 


ফসল বিক্রি করে পাইনিকো দাম, 

সমাজে আমাদের নাইকো সন্মান। 

মূর্খ নয় কৃষকরা কৃষির মাষ্টার, 

কৃষিকাজ তাদের পূর্বের অভিজ্ঞতার। 


কৃষকরা সাড়াদিন মাঠে কাজ করে,

কঠিন কর্মে রৌদ্রে ঘাম ঝরে। 

সন্ধ্যায় নিজ নিজ ঘরে ফিরে, 

ক্ষুদার্ত পেটে শুয়ে পড়ে ক্লান্ত শরীরে। 


সবুজ শস্য দেখে কৃষকের মুখে ফুটে হাসি, 

কষ্ট করে তবুও তারা থাকে বড়ো খুশি। 

মিলেমিশে একসাথে কাজ করে, 

তারা হিংসা কভু নাই করে। 




সমাপ্ত




Wednesday, October 20, 2021

কবিতা ঘুম ভাঙানো পাখি

 

কবিতা - ঘুম ভাঙানো পাখি

     কবি - করিমুল ইসলাম







প্রতিদিন ঘুম ভেঙে তোমার ডাকে, 

প্রতিদিন তোমায় দেখি সবার আগে। 

তোমার ডাকে রবি হাসে, 

রাত্রি কেটে ভোর আসে। 


আমার ঘুম ভেঙে তোমার ডাকে, 

তোমার ঘুম ভেঙে কার ডাকে ? 

সাড়া রাত তুমি থাক নিরবে, 

প্রতিদিন তোমার ডাক হৃদয় জাগে।


প্রতিদিন ঘুম ভেঙে তোমার ডাকে, 

প্রতিদিন তোমায় দেখি সবার আগে। 

তুমি ঘুম ভাঙানো পাখি,

আমি তোমার ডাক শুনে খুলি আঁখি। 

Tuesday, October 19, 2021

মায়ানমার

   কবিতা - মায়ানমার

  কবি - করিমুল ইসলাম






হায় মায়ানমার ! 

অপরিচিত ছিল মানবরূপ তোমার। 

তোমার  ক্রন্দনে কেঁপে উঠল জগৎ , 

বিশ্বে তোমার ইতিহাস হল মহৎ।। 


এই বুঝি এল বোমা আর ছুড়ি হাতে নিয়ে , 

শক্তি যাদের তীব্র সিংহের চেয়ে। 

চিরতরে রেখে গেল তোমার অপমানিত ইতিহাসে , 

অমর হয়ে রইল এই ইতিহাস সাড়া বিশ্বে।। 


কচি সন্তানের অত্যাচারে , 

মা কেমনে সহ্য করে ? 

কে আছে মায়ানমারে বীর সন্তান ? 

ইতিহাস একদিন দেবে তাঁর স্থান।। 



সমাপ্ত

Featured Post

কবিতা শিশুর দুই জীবন children day poem

  কবিতা - শিশুর দুই জীবন কবি - করিমুল ইসলাম আমি শিশু                    আমার মন অলিখিত সাদা কাগজের মতো,  আমি বাবা - মায়ের                  ...

Popular